December 23, 2024, 11:26 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় আজ (১৩ জুন) আরও ২০ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২২।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান ১৩ জুন পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২০টি পজিটিভ পাওয়া যায়। এদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্য রয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১১ জন, কুমারখালীতে ২, ভেড়ামারায় ২ জন, মিরপুরে ২ জন, খোকসায় ১ জন ও দৌলতপুর উপজেলায় ২ জন।
কুষ্টিয়া সদরে আক্রান্ত ১১ জন জেলা শহর ও উপজেলার কয়েকটি গ্রামে। যার মধ্যে কমলাপুর, কালিসংকরপুর, মজমপুর, বারখাদা, হাউজিং, পুলিশ লাইন, ত্রিমোহনী ও আড়ুয়াপাড়া।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের বাড়ি এলঙ্গি ও শেরকান্দি। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের বাড়ি নওদাপাড়া ও চাদগ্রাম। মিরপুর উপজেলায় আক্রান্ত ২ জনের বাড়ি আমলা ও পেয়ারী। খোকসা উপজেলায় আক্রান্ত ১ জনের বাড়ি রায়পুর।
Leave a Reply