December 23, 2024, 12:34 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবারের বাজেট মানুষকে রক্ষা করার বাজেট। মানুষকে খাবার দিতে হবে। চাকরি হারাদের চাকরি দিতে হবে, চিকিৎসা দিতে হবে। এবারের বাজেটে আমরা এসব গুরুত্ব দিয়েছি।
শুক্রবার (১২ জুন) নতুন অর্থবছরের (২০২০-২১) প্রস্তাবিত বাজেট-উত্তর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এ টাকা কোথা থেকে আসছে সেটা পরে দেখা যাবে। আগে খরচ করবো। তারপর আমরা টাকার কথা চিন্তা করবো।
তিনি বলেন, আমরা ভালো অবস্থায় আছি। সবল অর্থনীতি বিবেচনায় বিশ্বে আমরা নবম। আমাদের ঋণের বোঝা নেই। আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। আমরা দেশের মানুষের জন্য সবকিছু দেব। আমরা ১০০টি বিশেষ জোন করেছি। এখানে এক কোটি মানুষের কর্মসংস্থান হবে।
মহামারি করোনা ভাইরাস প্রসঙ্গে মুস্তফা কামাল বলেন, এটা আর বেশি সম্প্রসারণ হবে না। ধীরে ধীরে কমে যাবে।
Leave a Reply