December 23, 2024, 3:35 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
সিগারেট, বিদেশি মোবাইলসহ এবারের অর্থ বছরের বাজেটে বেশ কিছু পণ্যের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
দাম বাড়তে পারে পণ্যগুলো হলো- আমদানী করা দুধ ও দুগ্ধজাত পণ্য, স্বর্ণ, ইন্টারনেট সংযোগ খরচ, সিগারেট, মোবাইল ফোন, সিম, প্রসাধন সামগ্রী, সিরামিক, অনলাইন ফুড, অনলাইন শপ, বিদেশি টিভি, শিল্প লবণ।
দাম কমতে পারে পণ্যগুলো হলো- আইসিইউ, করোনাভাইরাস শনাক্তের কীট, মাস্ক, কৃষি যন্ত্রপাতি, সোলার প্যানেল, সয়াবিন তেল, দেশীয় পোশাক, এলজিপি গ্যাস সিলিন্ডার, দেশে উৎপাদিত মোবাইল ফোন, এসি, রেফ্রিজারেটর, মোটর সাইকেল।
স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যসসহ বেশ কিছু পণ্যের দাম কমানোর প্রস্তাবও করা হয়েছে বাজেটে।
এবারের অর্থবছরের স্বাস্থ্য সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে দাম কমতে পারে সয়াবিন তেলের।
দাম কমতে পারে পণ্যগুলো হলো- আইসিইউ, করোনাভাইরাস শনাক্তের কীট, মাস্ক, কৃষি যন্ত্রপাতি, সোলার প্যানেল, সয়াবিন তেল, দেশীয় পোশাক, এলজিপি গ্যাস সিলিন্ডার, দেশে উৎপাদিত মোবাইল ফোন, এসি, রেফ্রিজারেটর, মোটর সাইকেল।
Leave a Reply