December 22, 2024, 4:30 pm
আজ ঐতিহাসিক ১১ জুন। ২০০৮ সালের এই দিন বাঙালি জাতির অন্ধকার থেকে আলোয় ফেরার দিন ; এটি মুক্তির দিন বাঙালীর আশা আকাঙ্খার, আশা ভরসার আশ্রয়স্থল গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার। ১/১১-র সরকারের ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত অপ্রতিরোধ্য আন্দোলন, আপোসহীন মনোভাব এবং অনড় দাবি ও আর্ন্তজাতিক চাপের মুখে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ও আদর্শের উত্তরসূরি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির মধ্য দিয়ে এ দেশের মানুষ ফিরে পায় তাদের গণতান্ত্রিক অধিকার। তারই নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হারানো স্বপ্ন ও সোনার বাংলা বাস্তবায়নের পাশাপাশি যুগপৎভাবে এদেশে গণতন্ত্র ও উন্নয়নের বিকাশ ঘটে।
আজকের এই ঐতিহাসিক দিবসে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন পরম করুণাময়ের নিকট মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
Leave a Reply