দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঝিনাইদহ জেলায় আ’লীগের পুরোন কর্মী ও সদ্য যোগদানকারী কর্মীদের মধ্যে সংঘর্ষে নিহত ১ ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
নিহতের নাম ফারুক হোসেন (৩৬),ওই গ্রামের গোলাম বারীর ছেলে।
ঘটনা ঘটেছে ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামে বুধবার রাতে।
স্থানীয় ও দলীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় খাজুরা এলাকার জাহিদ হোসেনের নেতৃত্বে ৩৫-৪০ জন বিএনপি নেতাকর্মী স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটনের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করে। রাতে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে। এ ঘটনায় বুধবার সকাল থেকে আওয়ামী লীগের অপর পক্ষের নেতা আবুল হোসেনের লোকজন নব্যযোগদান করা নেতাকর্মীদের ওপর চড়াও হয়। ঘটনার জেরে ওই দিন রাতে আবুলের সমর্থকরা জাহিদের লোকজনের ওপর হামলা চালালে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর হলে তাদের রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৃহস্পতিবার (১১ জুন) সকালে ফারুক হোসেন মারা যান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, খাজুরা গ্রমে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিভিন্ন সুত্র জানায় জেলার বিভিন্ন স্থানে বেশ কিছ‚দিন ধরে এই ধরনের যোগদানকে কেন্দ্র করে গোলযোগ চলে আসছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি