বিশেষ প্রতিবেদক, দৈনিক কুষ্টিয়া/
কুষ্টিয়ার দৌলতপুরে পরীক্ষায় ফেল করায় সোনিয়া খাতুন (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর গ্রামে এ ঘটনা ঘটে। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোনিয়া খাতুন একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, সোনিয়া খাতুন স্কুলের মেধাবী ছাত্রী হওয়া সত্বেও সে এসএসসি পরীক্ষায় এক বিষয়ে ফেল করে। এই ক্ষোভে ও অভিমানে আজ (১১ জুন) ভোররাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন ঘরে তার মরদেহ ঝুলতে দেখে প্রতিবেশী ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করলেও পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া সোনিয়া খাতুনের দাফন সম্পন্ন করা হয়।
এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি