January 3, 2025, 8:12 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় আজ (১১ জুন) ২৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০২।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান ১১ জুন পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১২১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪টি পজিটিভ পাওয়া যায়।
নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২০ জন, দৌলতপুরের ১ জন , মিরপুরের ৩ জন। এদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছে বলে জানানো হয়েছে।
সদর উপজেলায় আক্রান্তদের বাড়ি শহরের পুলিশ লাইন,বাড়াদি, হরিনারায়ণপুর, হাউজিং, কোর্টপাড়া এলাকায়।
এদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী।
গতকাল কুমারখালিতে সনাক্ত হওয়া একজন নারী ফলোআপ পজিটিভ হওয়ায় তাকে হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে।
এ পর্যন্ত উপজেলা ভিত্তিক আক্রান্তের পরিমাণ দাঁড়ালো দৌলতপুর ২৯, ভেড়ামারা ৩৩, মিরপুর ১৮, সদর ৮৫,কুমারখালী ২৫, খোকসা ১২। এ যাকৎ সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন মোট ৩৯ জন।
উপজেলা ভিত্তিক সুস্থ ৩৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৫৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন। খুলনায় চিকিৎসাধীন ২ জন।
Leave a Reply