December 22, 2024, 8:46 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/আল জাজিরা/
লন্ডনের দ্য ইম্পেরিয়াল কলেজ অব সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন বিশ্ববিদ্যালয় এক গবেষণায় দেকিয়েছে কঠোর লকডাউন ইউরোপের ১১ টি দেশে কমপক্ষে ৩০ লাখ মানুষের মৃত্যু রোধ করেছে।
এখানের গবেষক যারা বৃটিশ সরকারের করোনা বিষয়ক উপদেষ্টাও বলছেন সবাইকে ঘরে রাখা কাজ করেছে যেটা ভাইরাসের বিস্তার ঠেকিয়েছে।
এর ফর ভোগ কেেরছ বেশ ক’টি দেশ জার্মানি, ফ্রান্স, ইতালি, বৃটেন, স্পেন, বেলজিয়াম, অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড। যেসব দেশে লকডাউন দেয়া হয় নি সেসব দেশে মৃত্যুর হারও বেশী ছিল।
গবেষকরা আরো দেখিয়েছেন যে লকডাউন সংক্রমণ গড়ে শতকরা ৮২ ভাগ কমিয়ে দেয়।
নেচার রিসার্সে প্রকাশিত হয়েছে এই গবেষণা রিপোর্ট।
গবেষকরা দেখিয়েছেন, যদি কোনো ব্যবস্থা নেয়া না হতো তাহলে ওই ১১টি দেশে মে মাসের শুরুর দিকে এক কোটি ২০ লাখ থেকে এক কোটি ৫০ লাখ মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হতেন, যা তাদের জনসংখ্যার শতকরা ৩.২ ভাগ থেকে ৪ ভাগ।
Leave a Reply