দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মঙ্গলবার (৯ জুন) কুষ্টিয়ায় ১৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় মোট করোনা রোগী দাঁড়ালো ১৫৩।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবানিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান পিসিআর ল্যাবে মঙ্গলবার কুষ্টিয়ার ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর ,মধ্যে ১৫টি পজিটিভ।
কুষ্টিয়ায় আক্রান্তদের মধ্যে সদ্য যোগদান করা অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম রয়েছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার একটি উপজেলার ইউএন ছিলেন। যোগদান করেছেন গত সোমবার। এছাড়াও রয়েছেন, একজন ম্যজিস্ট্রেটের স্বামী যিসি পেশায় কুষ্টিয়া পূবালী ব্যাংকে কর্মরত ও রয়েছে জেলা প্রশাসকের বাসভবনের পিয়ন বিলাল হোসেন।
আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ৯ জন, মিরপুর উপজেলায় ২ জন, খোকসা উপজেলায় ২ জন ও কুমারখালী উপজেলায় ২ জন।
এদিকে একই ল্যাবে চুয়াডাঙ্গা ৬৬, মেহেরপুর ৫২, ঝিনাইদহের ৪২ নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ৪ জন, ঝিনাইদহ জেলায় ৫ জন ও মেহেরপুর জেলায় ২ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি