দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় প্রাধানমন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে ফেসবুকে ‘মানহানিকর বিভ্রান্ত মূলক, আক্রমনাত্বক, ভীতি প্রর্দশক’, পোষ্ট দেয়ার অভিযোগে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া এক যুবককে গ্রেফতার করেছে।
র্যাবের এক পেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।
গ্রেফতার যুবকের নাম নাঈম উদ্দিন। বয়স, ২১। সে জেলার ভেড়ামারা উপজেলার রামচন্দ্রপুরের সাবদুল বারি বিশ^াসের ছেলে।
র্যাব দাবি করেছে, নাঈমকে গ্রেফতার করতে তারা অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ধরমপুর বাজারের মিলনের সেলুনের দোকান থেকে ৪টার দিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি মোবাইল সিম কার্ড উদ্ধার করে র্যাব।
ভেড়ামানা পুলিশ জানায় র্যাব নাঈমকে সন্ধ্যায় তাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করা হয়েছে।
তবে কোথায় কি ধরনের পোস্ট নাইম দিয়েছিল এ বিষয়ে বিস্তারিত না জানিয়ে ভেড়ামারা পুলিশের এক কর্মকর্তা জানান তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি