দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক/
বেশ কিছু বিদেশী জনপ্রিয় ধারাবাহিক এনেছে দীপ্ত টেলিভিশন। আবারও আসছে নতুন সিরিয়াল ‘বাহার’। এটি জাপানী সিরিয়াল উইমেন কে নির্ভর বনোনো একটি সিরিয়াল। এক নারীর জীবন-সংগ্রামকে উপজীব্য করে তুরস্কের সামাজিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে এটি।
ধারাবাহিকটির আসল নাম ‘কাদিন’। এটি পরিচালনা করেছেন মেরভ গিরজিন। কেন্দ্রীয় চরিত্রে আছেন অজি।
এটি টোকিও ড্রামা পুরস্কার ও গোল্ডেন বাটারফ্লাই পুরস্কার প্রাপ্ত একটি সামাজিক ড্রামা।
গল্পে দেখা যাবে, দোরক আর নিসান নামের ছোট্ট দুই সন্তানকে ঘিরেই মা বাহারের জীবন। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় বাহার তার স্বামী সার্পকে হারায়। কিন্তু স্বামীর অনুপস্থিতি সে তার সন্তানদের বুঝতে দেয় না। বাহার সবসময় নিজের ও তার স্বামীর পরিচয়ের গল্প, প্রেম-বিয়ের কথা এমনভাবে তার সন্তানদের শোনায়, যেন ওরা বাবাকে কাছে না পেলেও তার সুন্দর স্মৃতিগুলো নিয়ে বেড়ে উঠতে পারে। বাহার তার সন্তানদেরকে সর্বোচ্চ ভালোবাসা আর সুন্দর শৈশব উপহার দিতে চায়, কারণ খুব ছোট বেলায় বাহারের মা তাকে ছেড়ে গিয়েছিলো। এর মধ্যেই তার জীবনে আসে নতুন ঝড়।
চ্যানেলটি আরও জানায়, তাদের প্রচারিত ‘জননী জন্মভূমি’ ধারাবাহিকটির জায়গায় এটি দেখা যাবে। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে সিরিয়ালটি প্রচার হবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি