December 22, 2024, 5:05 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ উপলক্ষে দ্বিতীয় দফায় কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ আজ সোমবার সকালে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল ও হাসপাতালের আরএমও প্রেমাংশু বিশ্বাস এর উপস্থিতিতে উপজেলার আবাসন প্রকল্পের ৩২ জন ও স্থানীয় অসহায় শিশুদের মাঝে সহ মোট ৫০ জন শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়।
ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, অপুষ্টিতে আমাদের শিশুরা যেভাবে রোগাক্রান্ত হয়ে ওঠে-তাদের বেড়ে ওঠার লক্ষ্যে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপের অংশ হিসেবে এবং করোনা ভাইরাসে মানুষের ক্রয় ক্ষমতা না থাকায় শিশুদের সঠিক পুষ্টি পূরণের লক্ষ্যে সরকারের তহবিলে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাদ্য বিতরণ করা হচ্ছে।
শিশু খাদ্যের মধ্যে রয়েছে ডানো গুঁড়া দুধ এক প্যাকেট, ১ কেজি চিনি, ১প্যাকেট সুজি, হাপ কেজি আপেল ফল।
উল্লেখ্য জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে গত মাসে ৬২ শিশু পরিবারের মাঝে অনুরুপ পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply