দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার কমলাপুর পূর্বপাড়ায় সাপের কামড়ে সৌরভ সরকার (৩০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি সদ্য বিবাহিত।
রবিবার রাত আটটার দিকে তাকে সাপে কামড় দেয়। রাতেই স্থানীয় একতারপুরের এক ওঝার চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে খোকসা উপজেলা হাসপাতালে নেওয়া হয়।
ডাক্তার রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাত বারোটার সময় হাসপাতালে পৌঁছানোর আগেই সৌরভ সরকারের মৃত্যু হয়।
সৌরভ সরকার কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের কমলাপুর পূর্বপাড়া গ্রামের শিবির সরকারের ছেলে। সিলেটের একটি হাইস্কুলের কৃষি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন সৌরভ। তার সদ্য বিবাহিত স্ত্রী রয়েছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি