দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়াল ১২১ জনে।
গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ২২১টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ১০ জনের করোনা ভাইরাস পজিটিভ আসে।
নতুন আক্রান্তদের মধ্যে কুমারখালী উপজেলার দুই জন, কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ৭ জন। এরমধ্যে একজন এনএস রোডের বাসিন্দা এবং দুইজন পুলিশ লাইনের বাসিন্দা,তিনজন হাউজিং ও বটতৈলের বাসিন্দা। সদর হাসপাতাল থেকে সংগ্রহকৃত আরও দুইজনের নমুনা পজিটিভ এসেছে যাদের ঠিকানা ভেড়ামারার জুনিয়াদহ ও ঝিনাইদহতে।
আক্রান্ত সবাই লকডাউনে আছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন জানান, জেলায় মোট আক্রান্ত ১২১ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩১ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৮৭ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি