December 23, 2024, 3:43 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের কোষাঘাটা এলাকায় সড়ক দুঘটনায় দুই নারী নিহত হয়েছে। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা। এ সময় আহত হন মনির হোসেন নামে আরও এক ব্যক্তি।
বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত দুই নারী হলেন- দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের জিনারুল আলীর স্ত্রী তানিয়া খাতুন (২৫) ও তার অন্তঃসত্ত্বা ননদ রোমানা খাতুন (২২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা থেকে হাতিভাঙ্গা এলাকায় যাচ্ছিলেন মনির, তানিয়া ও রোমানা। পথে কোষাঘাটা এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালকসহ ওই দুই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের দ্রæত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করে। বাকি আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করার কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রোমানা।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত ) মামুনুর রশিদ জানান লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Leave a Reply