December 23, 2024, 3:36 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/ব্যুলেটিন/
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮১ জন। অন্যদিকে একই সময়ে ২ হাজার ২৪২৩ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৫৪টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ২ হাজার ৪২৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮১ জনে।
তিনি আরো বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৫৭১ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।
Leave a Reply