December 22, 2024, 12:02 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে আজও (৩ জুন) যোগ হলো আরও আরও ৩৭ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪৬ জনে। একই সময়ে শনাক্ত হয়েছেন দুই হাজার ৬৯৫ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ১৪০ জনে। সারাদেশে ৫০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য এটি।
বুধবার (৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার১০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৫১০টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৪৫ হাজার ৫৮৩টি।
Leave a Reply