দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসা উপজেলার ১৮২ টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান বীল মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান।
খোকসা উপজেলা নির্বাহি অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা খোকসা উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর সুপারভাইজার জালাল উদ্দিন ও কেয়ারটেকার হাফেজ সালাউদ্দিন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে প্রধানমন্ত্রী করোনা ভাইরাস পরিস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠিত ইসলামীক ফাউন্ডেশন এর মাধ্যমে প্রতিটা জেলা ও উপজেলা কর্মকর্তাদের মাধ্যমে মসজিদসমূহে আর্থিক অসচ্ছলতা দূরীকরণের লক্ষ্যে প্রত্যেক মসজিদে পাঁচ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান বলেন বিগত জোট সরকারের কখনোই আলেম-ওলামাদেরএত বড় আর্থিক অনুদান নিয়ে আসেনি। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর আলেম-ওলামাদের জন্য াকোধিক উদ্যোগ গ্রহন করেছেন এবার দেশের একটি দুর্য়োগ সময়ে তিনি প্রতিটা মসজিদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি যে অর্থ দিয়েছেন এটা অবশ্যই একটি দৃষ্টান্ত ও অনুকরণীয়।
সদর খান প্রধানমন্ত্রীর জন্য ইমামদের কাছে দোয়া কামনা করেন সেই সাথে প্রতিটা মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারি কে অনুরোধ করেন এই অর্থ যেন মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কল্যাণে ব্যয় করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি