December 22, 2024, 7:46 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের অভিযানে সোমবার (জুন ১) রাতে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ নতুন বাজার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করে। তাদের কাছ থেকে ১৩০ পিচ ইয়াবা ও নগদ ৭ হাজার টাকা জব্দ করা হয়।
আটকরা হলো মিরপুরের স্বরুপদহের আনোয়ার হোসেনে ছেলে জুয়েল রানা ও একই এলাকার আমিরুল ইসলামের ছেলে মামুনুর রশিদ। র্যাব বলছে এরা মাদক কারবারী।
আটকদের মিরপুর পুলিশ স্টেশনে হস্তান্তর করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply