দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে জাসদের উদ্যোগে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিল থেকে প্রাপ্ত খাদ্য বিতরণ করা হয়েছে।
জানা যায় কুষ্টিয়া-২ মিরপুর-ভেড়ামারা আসনের সংসদ সদস্য হাসানুল হক ইনু এমপির প্রচেষ্টায় এবং মিরপুর উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাসের সার্বিক সহযোগিতায় মিরপুর উপজেলার সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী মোট ৩৬০ জন ও কিন্ডার গার্ডেন স্কুলের সকল শিক্ষক কর্মচারী মোট ৪৩৫ জন মোট ৭৯৫ জনকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী,মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার,মিরপুর উপজেলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সমিতির সভাপতি কাজী মোঃ রোকনুজ্জামান,সাধারন সম্পাদক মোঃ আজিবর রহমান এবং মিরপুর উপজেলা কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা,সাধারন সম্পাদক মোঃ রহিদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি