December 23, 2024, 6:39 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আবারও সবাইকে সচেতনভাবে সকল নিয়ম মেনে চলার আহবান কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেনের। ১ জুন সীমিতি পরিসরে সবকিছু খুলে দেয়ার সরকারী ঘোষণার প্রেক্ষিতে তিনি কুষ্টিয়াবাসীর প্রতি এ আহবান রাখেন।
তিনি বলেন কুষ্টিয়ার মানুষ ইতোমধ্যে অনেক সচেতনভাবে পরিস্থিতি মোকাবেলা করেছে। সবাইকে আরো এগিয়ে আসার আহবান তার। তিনি বলেন জাতির এই ক্রান্তিলগ্নে সবাইকেই শরিক হতে হবে।
জেলা প্রশাসক বলেন কুষ্টিয়া জেলা প্রশাসন তার সকল শক্তি, কৌশল নিয়োগ করেছে এই কোভিড মোকাবেলা করতে। প্রশাসনের প্রতিটি ব্যক্তিই দিনরাত কাজ করে চলেছেন। যখন যেখানে যা করা প্রয়োজন তাই করা হয়েছে। যা এখনও অব্যাহত আছে। যতদিন প্রয়োজন সেটা থাকবে।
তিনি জানান ইতোমধ্যে জেলা প্রশাসকের ফেসবুক পেজে ১ জুনকে ঘিরে কয়েকটি নির্দেশনা জারি করা হয়েছে। তিনি সেগুলো সবাইকে মেনে চলার আহবান জানান।
তিনি বলেন মাস্ক ছাড়া বাইরে ঘোরাফেরা খুবই ঝুঁকিপূর্ণ এটি পরিহার করতে হবে।
তিনি বলেন আইন প্রয়োগের মুখে পড়ার চেয়ে আইন মেনে চলাই সর্বোত্তম পথ।
Leave a Reply