December 22, 2024, 3:21 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনায় সকল সামাজিক জমায়েত বন্ধের নিষেধাজ্ঞা অমান্য করে জমকালো বিয়ের আয়োজন করায় বিয়ের আসরে অভিযান চালায় ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়েছে।
ঘটনাটি সোমবার (১ জুন) দুপুরে কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের চকরঘুয়াতে ঘটেছে। তবে জরিমানা করা হলেও বিয়ে বন্ধ করে দেয়া হয়নি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমারখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান জানান, নির্দেশনা অমান্য করে বিয়ের আয়োজন করায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে তিনি তার ফেসবুকেও একটি স্ট্যাটাসও দেন। আপলোড করেন বিয়ে বাড়ির কয়েকটি ছবি। পত্রিকায় ব্যবহৃত ছবি তার ফেসবুক ওয়াল থেকে নেয়া হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানও উপস্থিত ছিলেন।
Leave a Reply