December 22, 2024, 3:27 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
এ বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা যশোরে এসএসসি পরীক্ষায় কমেছে পাসের হার। এবার এটা ৮৭. ৩১ শতাংশ। যা গত বছরের তুলনায় প্রায় ৩ শতাংশ কমেছে । এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩হাজার ৭৬৪ জন। তবে এ বছর জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের তুলনায় বেড়েছে।
যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, এ বছর যশোর বোর্ডের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫২১টি বিদ্যালয় থেকে ১ লাখ ৬০ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ছিল ৮০ হাজার ৩০৯ ও ছাত্রী ৮০ হাজার ৩২৬ জন।
যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৭ হাজার ৪৬ জন, মানবিক বিভাগ থেকে ৯৬ হাজার ৭৮৮জন, বাণিজ্য বিভাগ থেকে ২৬ হাজার ৮০১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।
এদিকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, ৮ম শ্রেণি থেকে প্রশ্নব্যাংকের মাধ্যমে পরীক্ষা গ্রহণ ও পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের অভ্যস্ত করতে পারায় ফলাফল ভালো হয়েছে। পাসের হার গত বছরের তুলনায় ৩ শতাংশ কম হলেও তা পরীক্ষার্থী সংখ্যা কম হওয়ার কারণে হয়েছে।
এছাড়া যশোর বোর্ডে এ বছর ২৫০টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে একজনও পাস করেনি প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে দুটি। প্রতিষ্ঠান দুটি হলো সাতক্ষীরার কলারোয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় ও দেবহাটা ধাপুখালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
Leave a Reply