দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আগামী ১ জুন সরকার নির্ধারিত শর্তসাপেক্ষে সবকিছু খুলে দেয়ার প্রেক্ষিতে পরবর্তী পরিস্থিতি নিয়ে শনিবার (৩০ মে) জেলা আইন-শৃঙ্খলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, কুষ্টিয়া আসলাম হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) ওবায়দুর রহমান সহ, জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি, বিআরটিএ, কুষ্টিয়া প্রতিনিধি, জেলা পরিবহন মালিক/শ্রমিক সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ, জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধিগণ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে ১ জুন সরকার নির্ধারিত শর্তসাপেক্ষে সবকিছু খুলে দেয়ার প্রেক্ষিতে কুষ্টিয়া জেলায়ও সরকার নির্ধারিত শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ ব্যাপারে সরকার সেকল নির্দেশনা দিয়েছে তা যাতে সঠিকভাবে প্রতিপালিত হয় সে বিষয়ে প্রায়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট সরকারী দফতার সমুহ যথাযথভাবে কাজ করবে।
এ ছাড়াও গণপরিবহন চলাচলে স্বাস্থ্য বিধি প্রতিপালন হচ্ছে কি না তা যাচাইয়ের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া মাস্ক ব্যাজার ব্যবস্থা যাথরীতি মনিটরিং-এর আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এখানে পূর্বের সকল বিধি কার্যকর থাকবে। এক্ষেত্রে মাস্ক ব্যবহার/পরিধান না করে কোনভাবেই ভ্রমণসহ বাইরে বের না হওয়ার জন্য কঠোরনির্দেশ প্রদান করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি