December 23, 2024, 10:31 am
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের জন্য বিনা সুদে ৭৩২ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ২২২ কোটি টাকা।
সাধারণত, আইএমএফ কখনো শর্ত ছাড়া কোনো দেশকে ঋণ দেয় না। তবে এই ঋণে কোনো শর্ত নেই।
এক বিবৃতিতে আইএমএফ বলেছে, বাংলাদেশ এই ঋণ দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ সামাজিক নিরাপত্তা আরও জোরদার এবং অর্থনীতিকে সঠিক পথে রাখতে যে প্রণোদনা কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়নে ব্যয় করতে পারবে।
করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে পাওয়া এটাই বাংলাদেশের সবচেয়ে বড় ঋণ সহায়তা।
এর আগে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিয়েছে যা ইতোমধ্যেই সরকারের কোষাগারে জমা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের এই বিপদে আইএমএফ সরকারের পাশেই থাকবে এবং ভবিষ্যতে সহায়তা আরও বাড়ানো হবে।
Leave a Reply