December 23, 2024, 10:19 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত সংখ্যা দাড়াল ৫৮ জনে।
গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ৩৪ ও মেহেরপুরের ১৬ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে কুষ্টিয়ার ৩৩ জনের নেগেটিভ আসলেও ১ জনের করোনা ভাইরাস পজিটিভ আসে।
নতুন আক্রান্তের বাড়ি ভেড়ামারায়। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি রয়েছেন।
অন্যদিকে মেহেরপুরের ১৬ নমুনার মধ্যে ৭ জনেরই করোনা পজিটিভ হয়েছে।
দুই জেলা প্রশাসকের সাথে কথা বলে জানা গেছে, আক্রান্তদের বাড়ী ও এলাকা লকডাউন করা হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা.আনোয়ারুল ইসলাম জানান, এ পর্যন্ত কুষ্টিয়ায় সুস্থ হয়েছেন ২৪ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছে ৩৩জন। তবে সবাই ভাল আছে।
Leave a Reply