December 22, 2024, 7:02 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় শ্বাশুরীর সাথে কথা কাটাকাটির জের ধরে স্বামীর বাড়িতে রহস্য জনকভাবে মারা যাওয়া গৃহবধূর লাশ ফেলে পালিয়ে গেছে পরিবারের সবাই। স্বামীর দাবি তাদের চোখের সামনে মুহুর্তের মধ্যে আত্মহত্যা করেছে তার স্ত্রী।
অন্যদিকে গৃহবধুর ভায়ের দাবি হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। নিহত সাথি খাতুন এক সন্তানের জননী। ঘটনা ঘটেছে উপজেলার বেতবাড়িয়া গ্রামে। সাথি ঐ গ্রামের জাহিদের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে শ্বাশুরী ও পুত্র বধূর মধ্যে কথা কাটাকাটি হয়। সাথি ঝগড়ার পরে ঘরে দরজা দেয়। সারাদিন তার কোন সাড়াশব্দ না পেয়ে এক পর্যায়ে বিকেলে ঘরের টিনের বেড়া কেটে তাকে উদ্ধার করা হয় মৃত।
এর পরপরই সাথির স্বামী ও পরিবারের লোকেরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। ঘরের বারান্দায় পড়ে তাকে সাথির মৃতদেহ ও উঠানে তার দুই বছরের কন্যা।
সাথির বাবার বাড়ি একই উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামে।
খবর পেয়ে সাথির বাবার পরিবারের লোকজন যেয়ে মরদেহ উদ্ধার করে।
সাথির ভাই স্বপন মন্ডল অভিযোগ করে যে শ্বাশুরীর নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ আত্মহত্যা করতে পারে। আবার পিটিয়ে হত্যার পর আত্মহত্যার নাটক সাজানো হতে পারে।
বৃহস্পতিবার রাতেই সাথীর ভাই স্বপন মন্ডল বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে স্বামী-শাশুড়ি দুই জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। মামলার পরপরই পুলিশ জাহিদকে গ্রেফতার করে তবে শাশুড়ি উজালা বেগম এখনও পলাতক।
পুলিশ জানায় অভিযান চলছে।
Leave a Reply