December 22, 2024, 1:01 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট উত্তরপাড়া জামে মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দু’গ্রুপের মুসল্লিদের মধ্যে সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত আব্দুর রাজ্জাক কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে শুক্রবার জুম্মার নামাজ আদায় করার সময় মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে মুসল্লীরা দুই গ্রুপে বিভক্ত হয়ে গেলে গোলমালের সূত্রপাত হয়। এতে আকবর আলী গ্রুপের ১০ জন ও চাঁদ আলী গ্রুপের ৭ জন আহত হয়। নামাজ পড়া ফেলে রেখে দু’গ্রুপে দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে।
আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি হয় শহিদ আলী (৩৫) রহমান হোসেন (৫০) বিল্লাল (৩৫) মালেক (৩০) মাসুদ (২৮) তারিক (২৪) লতিফ (৪৫)) শরিফুল(৪০) এবাদত আলী (২৫) রাজ্জাক (৩৫) রফিকুল(৪০) লুৎফর রহমান(৫৫) কালাম (৪৫) ছালাম (৪০) রব্বানী(২৫) ও রেজাউল (৩৮)।
পরে গুরুতর আহত আব্দুর রাজ্জাককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার সাংবাদিকদের জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাঁকি কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে হাসপাতাল ও মানিককাট গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দাবি আইন-শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষেই থানায় অভিযোগ করেনি। তবে ওসি জহুরুল আলম জানিয়েছেন গোলমাল স্থল মসজিদের পাশ থেকে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply