December 21, 2024, 9:11 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/
কুষ্টিয়ার খোকসায় প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই অস্ত্র সহ ধরা পড়লো অস্ত্র মামলার সাজা খাটা এক সন্ত্রাসী।
ঘটনাটি ঘটেছে উপজেলার ওসমানপুর ইউনিয়নের রায়পুর গ্রামে। আটক ব্যক্তি ব্যক্তির নাম উজ্জল। সে এই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
থানা পুলিশের একটি সূত্র গেছে, শুক্রবার সকালে মাদকের চালান ধরিয়ে দেওয়ার জন্য পুলিশকে খবর দেয় উজ্জল। পুলিশের এএসআই তরিকূল ও গ্রাম পুলিশ আব্দুর রাজজ্জাক অভিযান চালায়। কিন্তু তারা মাদকের চালান ধরতে ব্যর্থ হয়। এ সময় উজ্জল পুলিশকে জানায় প্রতিপক্ষ শুধু মাদক বিক্রি করে না সে অস্ত্র কেনা বেচার সাথে জড়িত। একই সাথে পুলিশকে অস্ত্রের সন্ধান দেয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে রায়পুর গ্রামের একটি বাড়ির পাশে মাটি খুড়ে ৪ রাউন্ড গুলি ও একটি দেশীয় তৈরী আগ্নেয় অস্ত্র উদ্ধার করা হয়। একই সাথে অস্ত্র মামলার সাজাখাটা আসামী উজ্জলকে আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশের সূত্রটি জানায়, আগেও উজ্জলের নামে অস্ত্র আইনে মামলা হয়েছিল। ওই মামলায় সে প্রায় ৮/৯ বছর সাজা ভোগ করে মুক্তি পেয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশের এএসআই তরিকূল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আটক উজ্জলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা পক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
Leave a Reply