December 22, 2024, 7:06 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদন/
গতকাল ৪ জন শনাক্তের পর আজ কুষ্টিয়ায় নতুন করে আরো ৮ জন করোনা শনাক্ত হয়েছে। এই দিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের পরিমাণ দাঁড়ালো ৪৭।
কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ৫৩ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৪৫ টি নেগেটিভ এবং ৮ টি কোভিড পজিটিভ ।
নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া সদরের হরিনারায়ণপুরে ৩ জন ও শহরের পেয়ারাতলায় ১ জন , ভেড়ামারার চাঁদগ্রাম, নওদাপাড়া ও বারোদাগে আরো ৪ জন। আক্রান্তদের পাঁচ জন পুরুষ ও তিন জন মহিলা।
এ পর্যন্ত দৌলতপুর উপজেলায় ১৫, ভেড়ামারায় ৬, মিরপুরে ৯, কুষ্টিয়া সদরে ৮,কুমারখালীতে ৮ ও খোকসায় ১ জন করোরা রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে পুরুষ ৩৫ এবং নারী ১২জন।
জেলায় সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ২৪ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ২৫ জন।
Leave a Reply