December 22, 2024, 12:56 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ছয়দিন কার্যক্রম বন্ধ থাকার পর আজ বুধবার (২৭ মে) খুলেছে ব্যাংকগুলো। তবে একই সাথে করোনাভাইরাসের কারনে সরকার ঘোষিত সাধারণ ছুটি বলবৎ রয়েছে। ফলে খোলেনি সকল ব্যাংকের সকল শাকখা এবং সীমিত আকারে হবে সকল লেনদেন।
কুষ্টিয়ায় সকাল ১০টায় বেশ কয়েকটি বেসরকারী ব্যাংকে যোগাযোগ করা হলে জানা যায় তারা বাইরোটেশন অনুসরণ করছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কুষ্টিয়্ শাখা খুলবে আগামী কাল, জানান ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন।
ওদিকে খোলা আছে ন্যাশনাল ব্যাংক কুষ্টিয়া শাখা।
এ ব্যাংকের একজন কর্মকর্তা জানান বেলা ১০ টা থেকে থেকে বেলা আড়াইটা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য শাখা ও প্রধান কার্যালয় বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে।
কোন রোটেশন নেই ডাচ বাংলা ব্যাংকে। সপ্তাহে সবদিনই খোলা। ব্যাংকের ম্যানেজার ডিবাকর বিট জানান ব্যাংকের সকল কার্যক্রম চলছে। সকল ফার্স্ট ট্র্যাকও খোলা রয়েছে।
কুষ্টিয়াতে সরকারী ব্যংকগুলোও রোটেশন অনুসরণ করছে। অগ্রণী ব্যাংকের জোনাল অফিস প্রতিদিন খোলা থাকলেও সকল শাখা রোটেশন ফলো করছে।
শহরের থানাপাড়ার অগ্রনী ব্যাংক সুত্রে জানা যায় তারা বৃহস্পতিবার খুলবে। সোনালী ব্যংকের প্রধান কার্যালয় খোলা থাকলেও বন্ধ রয়েছে অনেকগুলো শাখা।
তবে উপজেলাগুলোতে খুলেছে সরকারী ব্যাংকের সকল শাখা।
জানা যায় খোলা ব্যংকগুলোতে লেনদেন সীমিত রয়েছে।
এর আগে শবে কদর, সাপ্তাহিক ও ঈদুল ফিতরের ছুটির কারণে গত বৃহস্পতিবার (২১ মে) থেকে ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। তবে ঈদের আগে তৈরি পোশাক শিল্পের কর্মীদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের জন্য গত শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে ) শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা ছিল।
Leave a Reply