December 22, 2024, 12:57 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৭৫ জন। একই সময়ে মারা গেচেণ ২১জন। একদিনে এটাই রেকর্ড। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ হাজার ৫৮৫ জন। আর মোট মৃত্যু ৫০১ জন।
সোমবার (২৫ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
জানা যায় ৪৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫৪১টি। পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫১টি। পরীক্ষা করা নমুনার মধ্যে ১ হাজার ৯৭৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮৫ জন।
এছাড়া গত ২৪ ঘন্টায় করোনায় আরো ২১ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০১ জন।
২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৪ জন।
Leave a Reply