December 22, 2024, 9:00 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন কোন ধর্মেই কোন জবরদস্তিতা নেই। শান্তি ও সম্প্রতিই এখানে মুল কথা, মুল সুর। বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন শ্রেণী ও গোত্রের মধ্যে সদ্ভাব বজায় রেখে এই শান্তি স্থাপন করতে হবে। যেখানে শান্তি স্থাপন হয়না সেখানে ধর্মের মূল সুরও বিঘিœত হয়।
তিনি গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দেশের মসজিদসমুহে যে ৫০০০ টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছেন তা হস্তান্তর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন, কুষ্টিয়া এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসক বলেন সমাজ উন্নয়নে সবাইকেই শরিক হতে হবে। সমাজ উন্নত হলে, সেখানে কোন বৈষম্য না থাকলে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে।
জেলা প্রশাসক জানান প্রধানমন্ত্রীর এই সহায়তার আওতায় কুষ্টিয়ায় ১৯৪৪ টি মসজিদ মোট ৯৭ লক্ষ ২০ হাজার টাকার সহায়তা পাচ্ছে। তিনি প্রাথমিকভাবে ৩০ টি মসজিদের কমিটির সদস্যের নিকট তিনি প্রধানমন্ত্রীর এ আর্থিক সহায়তার চেক তুলে দেন। সহায়তার এ অর্থ মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশসানের কর্তকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply