December 22, 2024, 12:51 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সার্বজনীন পূজা মন্দিরের পক্ষ থেকে দুই শতাধিক দরিদ্র মুসলিম পরিবারের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে মন্দির প্রাঙ্গনে সামাজিক দূরত্ব মেনে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পিয়ার আলী জুমারত, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেক, উদীচীর সাধারণ সম্পাদক গোপা সরকার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সহ-সভাপতি মোঃ শরিফুল আলম সিদ্দিক কচি, মন্দির কমিটির সভাপতি সুব্রত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তাগণ বলেন সকল ধর্মেই মানুষের কল্যাণের কথা বলা হয়েছে। কালিশংকরপুর মন্দির কতৃপক্ষ মানুষের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করেছে।
আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন মন্দির কমিটির সদস্য সঞ্জয়, রমেশ, কৃষ্ণ, অশোক, রুদ্র, উৎস, বাধন, সজল প্রমুখ।
Leave a Reply