December 22, 2024, 1:11 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়াতে স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। শহরের সবকটি মসজিদেই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জেলা ইসলামিক ফাউন্ডেশন সুত্রে জানা গেছে। এসব মসজিদগুলোর কোথাও তিনটি কোথাও আবার চারটি পর্যন্ত জামাত অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত শারীরিক দূরত্ব বজায় রেখে সবাই ঈদজামাতে অংশ নেন।
সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়ার কেন্দ্রীয় বড় মসজিদে ঈদের প্রথম জামায়াত অনুষ্ঠিত হয়। এখানে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি অংশ নেন। এছাড়াও কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই ঈদ জামাতে অংশ নেন।
এখানে সাধারন জামাতে অংশ নেয়া জনগনের মাঝে সংক্ষিপ্ত বক্তৃতায় হানিফ বলেন এবারের ঈদে মুসলিম উম্মাহকে একটি বড় ধরনের পরীক্ষা দিতে হচ্ছে। মোকাবেলা করতে হচ্ছে একটি মহামারী সংক্রামক রোগ। তিনি আশা প্রকাশ করেন অচিরেই বিশে^র সকল জাতি এই ভয়াবহ রোগ থেকে মুক্দি পাবে। তিনি সবাইকে নিয়ম-বিধি মেনে চলার আহবান জানান।
হানিফ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চলমান পরিস্থিতি নিয়ন্ত্রনে সরাসরি নিজেকে সম্পৃক্ত করেছেন। নানা নির্দেশনা দিচ্ছেন। সাধারন মাসুষের যাতে কোন কষ্ট না হয় সেজন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন।
প্রথম জামাত শেষে পর পর সেখানে আরো দু’টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশন সুত্র জানায়, জেলার ১৪৯২টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও কোথাও মসজিদের সাথে অতিরিক্ত জায়গা নিয়ে সেখানে ছামিয়ানা টানিয়েও জামাত অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply