December 22, 2024, 1:01 pm
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৬ হাজার ৯৭৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা চার দিন দৈনিক সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড গড়ল ভারত। আক্রান্তের সংখ্যায় শীর্ষ দশে এখন ভারতের অবস্থান। আক্রান্তের হিসাবে আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি এবং তুরস্কের পরই এখন ভারত। চীনকে তো আগেই টপকে গিয়েছিল।
সোমবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে মোট ১ লাখ ৩৮ হাজার ৮৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২১ জন।
ভারতে এখনও ৭৭ হাজার ১০৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তবে সেখানে সুস্থ হয়ে ওঠার হার ৪১ দশমিক ৫৭, যেটি ইতিবাচক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতে গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। দেশটিতে প্রথম ১০ হাজার রোগী হতে যেখানে ৪৩ দিন লেগেছিল, সেখানে শেষ ১০ হাজার রোগী শনাক্ত হয়েছেন মাত্র দুইদিনে। ভারতে বর্তমানে ১৩ দশমিক ১ দিনে দ্বিগুণ হচ্ছে রোগীর সংখ্যা।
এদিকে, বিশ্বের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যায় দশম স্থানে উঠে এসেছে ভারত। সোমবার আক্রান্তের সংখ্যায় ইরানকে পেছনে ফেলেছে তারা।
দেশটিতে করোনা সংক্রমণের কেন্দ্রস্থল এখনও মহারাষ্ট্র। শুধু এই একটি রাজ্যেই আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি। এছাড়া ১০ হাজারের বেশি রোগী রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাটে।
পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৬৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনার শিকার হয়েছেন ২০৮ জন। রাজ্যে মোট মৃত্যু হয়েছে ২৭২ জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে, করোনা ভাইরাসের জেরে মৃতের সংখ্যা ২০০। বাকি ৭২ জনের মৃত্যু হয়েছে কোমর্বিডিটির কারণে।
Leave a Reply