December 22, 2024, 6:11 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মোট মৃত্যু হলো ৪৫২ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জনে। এদের মধ্যে ১৬ জন পুরুষ ও চার জন নারী। ১৫ জন হাসপাতালে চার জন বাড়িতে ও একজন হাসপাতালে আনার সময় মারা গেছেন।
শনিবার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে এটা জানা যায়।
দেশের ৪৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে নয় হাজার ৯৭৭টি। পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৩৪টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬৭৫টি।
শনাক্তের বিবেচনায় সুস্থতা ২০ দশমিক ২২ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৮৬ জন। ছাড়পত্র পেয়েছেন ৪১ জন। এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ২০৬৯ জন। মোট আইসোলেশনে আছেন চার হাজার ৩০৫ জন।
সারাদেশে আইসোলেশন শয্যা রয়েছে ১৩ হাজার ২৮৪টি। প্রস্তুত করা হচ্ছে আরও ৬৭টি ঢাকার ভেতরে রয়েছে সাত হাজার ২৫০টি। ঢাকা সিটির বাইরে শয্যা আছে ছয় হাজার ৩৪টি। আইসিইউ সংখ্যা আছে ৩৯৯টি, ডায়ালাসিস ইউনিট আছে ১০৬টি।
Leave a Reply