December 21, 2024, 11:15 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
হরেক প্রতিকূলতা, বাধা-বিপত্তি মাথায় নিয়েই আজ ও আগামী কাল (শনিবার-রবিবার) এই দুদিনেই প্রায় তিন থেকে চার লক্ষ মানুষ ঢাকা থেকে দৌলতদিয়া ফেরি ঘাট হয়ে ফিরবেন দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে।
দৌলতদিয়া ফেরি ঘাট ও বিভিন্ন সুত্র থেকে পাওয়া তথ্যে এটা জানা গেছে।
এদের মধ্যে যারা অনেক আগে থেকেই এই এলাকার মানুষ কিন্ত ঢাকাতেই ছিলেন তারা এবং অতিসম্প্রতি বিভিন্ন শিল্প-কলকারখানায় চাকুরী সুত্রে ঢাকা ফিরে গিয়েছিলেন তারা রয়েছে।
গত বুধবার থেকেই তারা ফিরতে শুরু করেন। কোনরকম যন্ত্র যান না থাকলেও তারা ফিরতে থাকে একেবারে ব্যক্তিগত উপায়ে। কখনও ব্যাটারী চালিত, কখনও ছোট স্থানীয়ভাবে নির্মিত যানবাহনে আবার কখনও পায়ে হেঁটেই ফিরে আসছেস তারা।
রাস্তায় নানা প্রতিবন্ধকতা এদেরকে রুখতে পারছে না।
এদিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কয়েকদিন ধরে নানারকম তৎপরাতা সত্বেও থামানো যায়নি মানুষের এ ফিরে আসার ঢল। ফেরি বন্থ করে দিয়ে বা ফেরিগুলো মাঝ নদীতে রেখে দিয়েও মানুষকে থামানো যায়নি। তারা ছোট ছোট নৌকায় করে মাঝ নদীতে যেয়েই ফেরিতে উঠে বসে থাকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টা থেকে তা শিথিল করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
শনিবারে শেষ খবর পাওয়া পর্যন্ত ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট সংশ্লিষ্ট একাধিক বিআইডব্লিউটিসি’র কর্মকর্তারা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বলেন, বর্তমান এই নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে।
এদিবেক এই জনগনের এই ঢাকা থেকে ফিরে আসাকে চলমান করোনা পরিস্থিতিতে খুবই ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞগণ। তারা বলছেন এটা করোনা সংক্রমণকে বাড়িয়ে তুলতে পারে।
কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এসএম মোস্তানজিদ মনে করেন এটা একেবারেই ভাল হচ্ছে না। কারন স্থানীয় পর্যায়ের চলমান পরিবেশ ঢাকা থেকে মানুষজন এসে একত্রে বসবাসের মোটেও পক্ষে নয়।
এ ব্যপারে একাধিক পুলিশ কর্মকর্তা দৈনিক কুষ্টিয়াকে জানান তাদের এখন প্রায় কিছুই করার নেই। তাদের এখন অনেকটা নিরব দর্শকের ভুমিকা করা লাগছে।
জনগনের মধ্যে সচেতনতার স্তর এত সংকীর্ণ যে এখানে ভাল কিছু হবার কোন লক্ষল দেখিনা, জানান একজন পুলিশ কর্মকর্তা।
Leave a Reply