December 23, 2024, 12:23 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ট্রেন লাইনের উপর চলমান ট্রেনের ইঞ্জিনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে ট্রেনের স্লিপারবাহী ট্রলির। ইঞ্জিনটি ছিল একটি লাইট ইঞ্জিন আসছিল ফরিদপুর থেকে দর্শনা অভিমুখে।
পোড়াদহ রেওয়ের স্টেশনের প্রধান বুকিং সহকারী অফিসার আব্দুল আলীম দৈনিক কুষ্টিয়াকে জানান, ফরিদপুরে মাল খালাস শেষে বগি রেখে ইঞ্জিন নিয়ে চালক ফিরছিল। পথিমধ্যে কুষ্টিয়া শহরের অদুরে মতি মিয়ার রেল গেইটের কাছাকাছি জায়গায় বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে সংঘর্ষ ঘটে। ট্রলিটি ট্রেন লাইনের জন্য স্লিপার নিয়ে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল।
ট্রলির যাত্রী শ্রমিক ইরফান উল্লাহ জানান তারা হঠাৎই ট্রেনের ইঞ্জিটি তাদের খুব কাছাকাছি দেখতে পান। তাদের জানা ছিল না এ ধরনের ইঞ্জিনের ব্যাপারে। তারা ট্রেন লাইনে কাজে নিয়োজিত রয়েছে।
আব্দুল আলীম জানান এটা কোন যোগাযোগ গ্যাপের কারনে ঘটেছে। কারন কোন ট্রেনের সিডিউল নেই। তাই শ্রমিকদের কাছে কোন তথ্য নেই ট্রেনের ব্যাপারে।
শ্রমিক ইরফান জানান তারা ইঞ্জিনটি দেখতে পেয়ে ট্রলি থেকে লাফ দিয়ে নেমে জীবন বাঁচান। ট্রলিটি দুমড়েমুচড়ে গেছে। তাদের কোন ক্ষতি হয়নি।
বর্তমানে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে রয়েছে। ঈশ^রদি থেকে উদ্ধারকারী ট্রেন তলব করা হয়েছে।
Leave a Reply