December 23, 2024, 12:53 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দেশের অভ্যন্তরেও আছড়ে পড়বে আম্ফান। আক্রান্ত জেলাগুলোর মধ্যে রয়েছে কুষ্টিয়া। অতি প্রবল এ ঘূর্ণিঝড়টি সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় আঘাত করার পর ঢুকে পড়কে দেশের অভ্যন্তরে। এসব এলাকাগুলোতে মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
কুষ্টিয়াতে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝেই দমকা হাওয়া রয়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা সামাদুল ইসলাম জানান কুষ্টিয়া আমফানের টার্গেট এরিয়ার মধ্যে পড়ছে।
ঘূর্ণিঝড় আম্পান বুধবার বিকেল/সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের হাতিয়ার মাঝামাঝি কোনো স্থান দিয়ে উপকূলে ওঠে আসতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিমি।
সাগর থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে এখন আমফান। এই মুহূর্তে আমফানের কেন্দ্রে ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৭০ কিমি। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার। উপগ্রহ চিত্রের পর্যবেক্ষণ বলছে, বিকেল ৪টে থেকে ৬টা-এর মধ্যে বাংলার বুকে আছড়ে পড়তে পারে আমফান। ঘণ্টায় ১৫৫-১৬৫ কিমি থেকে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়টি। স্থলভাগে ঢুকে সেটি দক্ষিন-পশ্চিম হয়ে পাবনা হয়ে টাঙ্গাইলের দিকে যাবে।
আবহাওয়া অধিদফতর নদীবন্দরের সতর্কবার্তায় জানিয়েছে, যশোরে, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর এবং মাদারীপুর অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮৯ কিমি অথবা তারও অধিক বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ৪ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Leave a Reply