December 22, 2024, 11:21 pm
দৈনিক কুষ্টিয়া অর্থনীতি ডেস্ক/
ঈদের আগে কিছুটা গতি ফিরেছে রেমিট্যান্সে। মে মাসের প্রথম ১৪ দিনে ৮০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। পুরো এপ্রিল মাসে এটি ছিল ১০৮ কোটি ১০ লাখ ডলার। গত বছরে ঈদের আগে মে মাসে ১৭৪ কোটি ৮২ লাখ ডলারের রেকর্ড রেমিটেন্স এসেছিল। আর এ বছর প্রথম ১৪ দিনে এসেছিল ৮৭ কোটি ১০ লাখ ডলার। করোনা মহামারীর কারণে এখন স্থবির বিশ্ব অর্থনীতি যার সরাসরি প্রভাব ফেলেছে বিভিন্ন দেশের চাকরির বাজারে। বাংলাদেশিরাও বেকার হয়ে পড়ার ার দেশে ফিরেছেন অনেকে। ফলে পুরো রেমট্যিান্স সিস্টেমে সংকট দেখা দেয়।
বাংলাদেশ ব্যাংক সুত্র জানায়, সেকল দেশ থেকে বেশি রেমিট্যান্স আসে, তার সবগুলোয় করোনার শিকার। সেখান থেকে অনেক শ্রমিককে দেশে ফিরতে হয়েছে। যারা রয়েছেন তাদের অনেকে কাজ করতে পারছেন না।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, মে মাসের প্রথম ১১ দিনে ৫১ কোটি ২০ লাখ ডলার রেমিটেন্স আসে, ১৩ মে পর্যন্ত আসে ৬৮ কোটি ৮০ লাখ ডলার। আর ১৪ মে তা ৮০ কোটি ডলারে উন্নীত হয়ে। অর্থাৎ ১৪ মে বৃহস্পতিবার একদিনেই এসেছে ১১ কোটি ২০ লাখ ডলার। গত ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে এক হাজার ৩৩০ কোটি ৩২ লাখ ডলার রেমিটেন্স এসেছিল। সেখানে চলতি অর্থবছরের ১৪ মে পর্যন্ত এসেছে ১ হাজার ৫৬৫ কোটি ৬০ লাখ ডলার।
বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাস্ট্র, কুয়েত, যুক্তরাজ্য, ওমান, মালয়েশিয়া, কাতার, ইতালি, বাহরাইন ও দক্ষিন কোরিয়া থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে। এর বাইরে সিঙ্গাপুর, হংকং, জাপান ও জার্মানি থেকেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আসে।
Leave a Reply