December 22, 2024, 11:51 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
উৎসর্গ ফাউন্ডেশন ও ভালোবাসার কুষ্টিয়ার উদ্যোগে জীবাণুাশক স্প্রে কর্মসূচি অব্যাহত রয়েছে। সোমবার (১৮ মে) শহরতলীর ১১ নং ওয়ার্ড, মিলপাড়া শাহী জামে মসজিদ ও কমরেড গোলাম হোসেন রোড আশেপাশের এলাকায় জীবাণুরাশক স্প্রে করা হয়।
পহেলা রমজান থেকে ৫ম দফায় এ কর্মসূচি অব্যহত আছে। ১১ নং ওয়ার্ডের জীবানুনাশক কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছেন ভালোবাসার কুষ্টিয়া সংগঠনের চেয়ারম্যান ফয়সাল শিকদার।
উল্লেখ্য যে উৎসর্গ ফাউন্ডেশন, কুষ্টিয়া জেলা শাখা, ২৫ শে মার্চ থেকেই সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সাথে যুক্ত থেকে জেলা প্রসাশনের ইমারজেন্সি করোনা রেসপন্স টীমে দায়িত্ব পালন করছে। এবং কেন্দ্রীয় সংগঠনের নিজস্ব ল্যাবে তৈরি ১৫০ পিস হ্যান্ড স্যানিটাইজার ও ২৫০ পিস সার্জিক্যাল মাস্ক কুষ্টিয়া জেলা পুলিশ প্রশাসনেকে জরুরী দায়িত্ব পালনে সুরক্ষার সুবিধার্তে হস্তান্তর করে।
উৎসর্গ ফাউন্ডেশন, কুষ্টিয়া ইউনিটের সাধারন সম্পাদক ও সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সমন্বয়ক মুহাইমিনুর রহমান পলল জানান ১৬ ই ডিসেম্বর, ২০১৯ এ কুষ্টিয়া ইউনিটের আত্মপ্রকাশের পর থেকে জেলার পাচ সহস্রাধিক মানুষের রক্ত পরীক্ষা কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে চলছে সংগঠনটির জেলাব্যাপী কার্যক্রম। পাশাপাশি উৎসর্গ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইমরুল কায়েসের নেতৃত্বে দেশব্যাপী ও প্রবাসীদের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে সফলভাবে কাজ করছে সংগঠনটি।
উল্লেখ্য সংগঠনটি কুষ্টিয়া পৌর এলাকায় ঈদুল ফিতরের পর ডেঙ্গু প্রতিরোধে কাজ করার আশা ব্যক্ত করেছে।
Leave a Reply