December 30, 2024, 11:26 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন বলেছেন চলমান দূর্যোগের মধ্যে আসন্ন আরেক সম্ভাব্য দূর্যোগ ঘূর্ণিঝড় ‘আমফান’ মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। এ বিষয়ে সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন পূর্বাভাসে যেমনটি বলা হয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন সেই ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি বলেন ১৯ মে মধ্যরাতে এটা আঘাত হানতে পারে। আমাদের সকল প্রস্তুতি আছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, স্থানীয় সরকার শাখা উপ-পরিচালক মৃনাল কান্তি দে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এছাড়্রাও জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, র্যাব এর প্রতিনিধি, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
জেলা প্রশাসক জানান বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী ও সেচ্ছাসেবকদের নিয়ে কমিটি গঠন করে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করা হবে।
তিনি জানান স্থানীয় স্কুল কলেজগুলোকে সাময়িক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে নির্দেশ দেয়া হযেছে।
বিদ্যুৎ বিভাগকে যথাসম্ভব বিদ্যৎ সংযোগ ধরে রাখতে বলা হয়েছে। এ ক্ষেত্রে জনগনকেও বিকল্প ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে। ঝড়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হলে এবং খাদ্যের সংকট হলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে অনুরোধ করা হযেছে।
Leave a Reply