December 23, 2024, 12:09 am
দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক/
দেশে করোনাভাইরাসে চব্বিশ ঘণ্টায় রেকর্ড ১,২৭৩ জনকে করোনা শনাক্ত করা হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩২৮ জন। গত একদিনে মৃত্যুবরণ করা ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ, একজন নারী।
দেশে আক্রান্তের আগের রেকর্ড ছিল ১,২০২ জন, ১৫ মে। নতুন বারোশো ছাড়ানো আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২২,২৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪,৩৭৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আরোগ্য লাভ করেছেন ২৫৬ জন।
করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বরিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরা হয়।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে সূত্রপাতের পর এরই মধ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪৬ লাখ; মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১১ হাজারে।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
Leave a Reply