December 22, 2024, 11:07 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীতে এক অন্তসত্ত্বা গৃহবধূ ধর্ষণের শিকার হবার অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষণকারীকে আটক করেছে থানা পুলিশ।
জানা যায় শুক্রবার গভীর রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামের শাহিন উদ্দিনের ছেলে কাবিল ধর্ষিতার স্বামী সোহেল মল্লিকের সহযোগীতায় এই ঘটনা ঘটিয়েছে বলে ধর্ষিতার বাবা দাবী করেছেন।
তিনি এ বিষয়ে বাদি হয়ে কুমারখালী থানায় মামলা দায়ের করেছেন।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন অন্তসত্ত্বা গৃহবধুটি ধর্ষণের শিকার হয়েছে। থানায় মামলার পর ধর্ষককে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply