December 21, 2024, 9:12 pm
দৈনিক কুষ্টিয়া ক্রীড়াঙ্গন/
আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে শুরু হতে পারে ২০২০-২০২০১ মৌসুমের খেলা। তবে নতুন এই মৌসুম নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী রবিবার জরুরী সভা শেষে নতুন মৌসুম নিয়ে বলেছেন, ‘সবকিছু বিবেচনা করে বর্তমান লিগ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা ক্লাব-খেলোয়াড়দের নিয়ে বসবো। সেখানে খেলোয়াড়দের চুক্তির বিষয়গুলোও আসবে। পরিস্থিতি দ্রুত ভালো হলে নতুন ফুটবল মৌসুম সেপ্টেম্বর-অক্টেবর থেকে শুরু হতে পারে।’
সাধারণত বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল এএফসি কাপে সরাসরি খেলার সুযোগ পেয়ে থাকে। এছাড়া ফেডারেশনের কাপের চ্যাম্পিয়ন দলও অংশ নেয় এএফসি কাপের প্লে অফ পর্বে। লিগ বাতিল হওয়ায় এএফসি কাপে বাংলাদেশের কোটা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমরা ক্লাবগুলোর স্বার্থ রক্ষার চেষ্টা করবো। বসুন্ধরা কিংসকে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি কাপের মূল পর্বে সরাসরি খেলতে দেওয়ার অনুরোধ করবো। এছাড়া আরেকটি দলকে প্লে অফে খেলানোর সুযোগ করে দেয়া যায় কিনা- এ বিষয়ে এএফসির সঙ্গে আলোচনা করবো। ’
Leave a Reply