January 3, 2025, 3:40 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল লালন শাহের মাজারের তিনটি সিন্দুক ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটেছে।
তবে এ ঘটনার নির্দ্দিষ্ট কোন সময় উল্লেখ করা সম্ভব না হলেও মনে করা হচ্ছে গত শনিবার রাতের যে কোন সময় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায় রবিবার (১৬ মে) সকালে বিষয়টি নজরে আসে।
মাজারের খাদেম রিপন জানান তিনি সকালে লালন মাজারের দরজা খুলে সিন্দুকগুলোর তালা ভাঙা দেখতে পান। তিনটি সিন্দুকেরই তালা ভাঙ্গা। যেখান তেকে চুরি হয়ে গেছে সব টাকা। লালন মাজারের ভেতরে বাউল সম্রাটের সমাধীঘেঁষে দানবাক্স হিসেবে ওই সিন্দুকগুলো রাখা আছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, লালন মাজারে সার্বক্ষনিক পর্যাপ্ত সিসি ক্যামেরা চালু রয়েছে। সিসি টিভির ফুটেজ দেখা হচ্ছে। ১৪ তারিখ রাতে ঝড় বৃষ্টি হয়। সেই সময় বিদ্যুৎ ছিলো না। ধারনা করা হচ্ছে ওই সময় চুরি হয়ে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তবে এতে কি পরিমান টাকা ছিল তা কেউ জানে না। প্রতিবছর লালন স্বরণোৎসবের আগে এটি খোলা হয়। তারপর আবার জেলা প্রশাসন থেকে এটি সিলগালা করে দেওয়া হয়।
বিভিন্ন সময়ে দর্শনার্থীরা এখানে টাকা দান করেন। চুরির বিষয়ে লালন ভক্তরা ক্ষোভ প্রকাশ করে দোষীদের আইনের আওতায় আনার দাবী করেছেন।
Leave a Reply