December 23, 2024, 9:51 am
জহির রায়হান সোহাগ, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর হাসপাতালের একজন চিকিৎসক, আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন স্বাস্থ্যকর্মী ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী রয়েছে।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু’জন ও মারা গেছেন ১ জন।
আজ শনিবার (১৬ মে) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল সন্ধ্যায় ও সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে মোট ১০৮টি নমুনার প্রতিবেদন আসে। এরমধ্যে ৩৫ জন করোনা শনাক্ত হয়েছেন। এরমধ্যে সদর উপজেলার ১৭ জন, আলমডাঙ্গা উপজেলার ৯ জন, দামুড়হুদা উপজেলার ৮ জন ও জীবননগর উপজেলার ১ জন। নতুন আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসনের ২ জন নির্বাহি ম্যাজিস্ট্রেট, অফিস সহকারী ১ জন,সদর উপজেলার সদর হাসপাতালের একজন চিকিৎসক,দুইজন স্টাফ নার্স,১ জন স্বাস্থ্যকর্মী, সদর উপজেলা স্বাস্থ্য অফিসের ১ জন, হিসাব রক্ষণ অফিসের ১ জন, শহরের গুলশান পাড়ায় ১ জন,দৌলতদিয়াড়ের ১ জন, বড়শলুয়া ২ জন, হিজলগাড়ি গ্রামে ২ জন, মাখালডাঙ্গার ১ জন,টেংরামারীর ১ জন। এছাড়া আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্যকর্মী, দামুড়হুদার উজিরপুর গ্রামের ৫ জন, পুরাতন হাউলির ১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন স্বাস্থ্যকর্মী ও জীবননগরের ১ জন। এছাড়া বর্তমানে ভাইরাস সংক্রমিত জেলা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ হতে চুয়াডাঙ্গায় আসা ৪৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে,১৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে,২৬ জনকে হোম আইসোলেশনে ও ১৪ জনকে হাসপাতাল আইসোলেশনে রাখা হয়েছে।
উল্লেখ্য,গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়। ইতিমধ্যে ওই য্বুকসহ সুস্থ্য হয়েছেন দুইজন।
Leave a Reply