December 22, 2024, 4:38 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক//
খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ২৭৭। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেয়া তথ্য এটি। এটি পুরো বিভাগের ১০ জেলা। এর মধ্যে শীর্ষে অবস্থান করছে যশোর জেলা। সবচেয়ে কম সাতক্ষীরায়। তবে সংক্রমনের বাইরে নেই কোনো জেলা। মৃত্যুবরণ করেছেন ছয়জন। সুস্থ হয়েছেন ৬৮ জন।
খুলনার পরিচালক (স্বাস্থ্য) ডা. রাশেদা সুলতানা বলেন, এ পর্যন্ত বিভাগের ১০ জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যশোরে ৭৮ জন।
এর পরের অবস্থানে রয়েছে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা। এ দু’টি জেলায় আক্রান্তের সংখ্যা ৪৩জন করে। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুষ্টিয়া। এ জেলায় এ পর্যন্ত করোনা সনাক্ত হয়েছে ২২জনের। চতুর্থ অবস্থানে রয়েছে খুলনা ও মাগুরা জেলা। মহানগরীসহ খুলনা জেলায় পর্যন্ত আক্রান্তের সংখ্যা যেমন ১৯ জন তেমনি মাগুরা জেলায়ও একই সংখ্যক আক্রান্ত হয়।
করোনা আক্রান্তের দিক দিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে নড়াইল। ওই জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫জন। এছাড়া বাগেরহাট জেলায় সাতজন, মেহেরপুর জেলায় ছয়জন এবং সাতক্ষীরা জেলায় দু’জন করোনা আক্রান্ত হয়েছেন। অবশ্য আক্রান্তের দিক দিয়ে যেমন যশোর শীর্ষে তেমনি সেখানে সুস্থও হয়েছেন বেশি সংখ্যক রোগী। যশোরে ৭৮ জন আক্রান্ত হলেও এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩জন। তেমনিভাবে কুষ্টিয়ায় ১৫জন, খুলনায় ১০জন, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় দু’জন করে এবং ঝিনাইদহ ও নড়াইলে একজন করে আক্রান্ত হন।
মৃত্যুবরণকারীদের মধ্যে খুলনায় দু’জন এবং বাগেরহাট, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে রয়েছেন। এর মধ্যে খুলনার একজন ছাড়া বাকী পাঁচজনেরই মৃত্যুর পর করোনা সনাক্ত হয়।
Leave a Reply