December 23, 2024, 12:12 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
টানা তিন দিন পর কুষ্টিয়ায় নতুন করে দুজন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে জেলা সদরে একজন, অপরজন দৌলতপুরে। গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া পিসিআরে ৬০টি নমুনা পরীক্ষা করা হয়।
জেলা স্বাস্থ্যবভিাগ জানায় কুষ্টিয়ায় প্রথম করোনা শানক্ত হয় ২৩ র্মাচ। সেই থেকে অদ্যাবধি মোট ২২ জন করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৬ জনই সুস্থ হয়ে উঠেছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে ৬০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে ৫৮ টিতে নেগেটিভ আসে। দুটিতে আসে পজিটিভ।
নতুন সনাক্ত দু’জন রোগীর একজন দৌলতপুর উপজেলার ফিলিপনগর এর বাসিন্দা। বয়স ৩৬। অপরজন কুষ্টিয়া শহরতলীর জুগিয়ার বাসিন্দা। তার বয়স ৩৩। আক্রান্ত দুজনই পুরুষ। এই নিয়ে কুষ্টিয়ায় অদ্যাবধি ২৪ জন কোভিড রোগী সনাক্ত হল। এর মধ্যে ৬ জন কুষ্টিয়া আসেন বাইরে থেকে রোগ বহন করে।
সবচে’ বেশী করোরা শনাক্ত হলো দৌলতপুর উপজেলাং। দশ জন। এর পরেই রয়েছে কুমারখালী উপজেলা। এ উপজেলায় এখন পর্যন্ত করোনাভাইরাস রোগী সনাক্ত হয়েছে পাঁচজন। মিরপুর উপজেলায় চারজন আর সদর উপজেলা এবং ভেড়ামারা উপজেলায় দুইজন করে।
জেলা সিভিল সার্জন অফিসের হিসেব মতে, এখন পর্যন্ত সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১৮ জন রোগী।
কুষ্টিয়া মেডিকেল কলেজের জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মুসা কবির করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন আবারও জেলাবাসীকে সর্তক জীবন যাপনের পরামর্শ দেন। তিনি বলেন মানুষকেই নিজেদের বাঁচবার তাগিদে নিয়ম মানতে হবে। তিনি বলেন এখনও সময় আছে সর্তক হবার।
Leave a Reply